ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিমি দূরে

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৯ মে) সন্ধ্যা সাতটা ১৩ মিনিটে অনুভূত হওয়া মাঝারি মাত্রার ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ মাত্রা।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে মাওলাইক শহরে।

তবে ভারতের ভূমিকম্প বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫.৬ মাত্রার। এর গভীরতা ছিল ১১০ কিলোমিটার।

Check Also

মোদির শপথে থাকবেন ৮ হাজার অতিথি, যাদের নিয়ে চলছে আলোচনা

রবিবারই তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শুধু তিনি একা নন, তার সঙ্গে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।