ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অর্ধেকের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ইতিমধ্যে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ কম্পানি পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের ৯৩ শতাংশ গ্রাহকে পুনরায় বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে এসেছে।
আজ বুধবার (২৯ মে) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩ কোটি ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ওজোপাডিকো)’র চার লাখ ৫৩ হাজার গ্রাহত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পল্লী বিদ্যুতের দুই কোটি ৮২ লাখ বা ৯৩ শতাংশ গ্রাহককে পূনঃসংযোগ প্রদান করেছে। ওজোপাডিকো’র তিন লাখ ৯৫ হাজার বা ৮৭ শতাংশ গ্রাহককে ইতিমধ্যে পূনঃসংযোগ প্রদান করা হয়েছে।