মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক :
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খোলামেলা ও স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু, ব্যক্তিগত অনুভূতি কিংবা সামাজিক বাস্তবতা—সবকিছুই তিনি অকপটে শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবার নির্বাচনী প্রচারণার আবহে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণার বিভিন্ন ভিডিও দেখে তার বাবার শান্ত ও সহনশীল স্বভাবের কথা মনে পড়ে গেছে। তিনি লেখেন, “গত কিছুদিন নির্বাচনী প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।”

স্ট্যাটাসে ফারিয়া রসিকতার ছলে নিজের পারিবারিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, তার বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ, অথচ মা ছিলেন সম্পূর্ণ উল্টো স্বভাবের। দাদির কড়া শাসনে বড় হওয়া বাবার জীবন পরবর্তীতে কেটেছে স্ত্রী ও তিন কন্যার ‘শাসন’ সামলিয়ে।

ফারিয়া মজা করে লেখেন, “আমি প্রায়ই হাসতে হাসতে বলি, আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্ম। ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে আর পরে তার তিন কন্যাকে—এই পাঁচজন ‘ভয়ংকর’ নারীকে তিনি হাসিমুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ।”

তবে নিজের এই বক্তব্যকে কোনোভাবেই রাজনৈতিক বা ধর্মীয়ভাবে ব্যাখ্যা না করার অনুরোধও জানান অভিনেত্রী। স্ট্যাটাসের শেষাংশে তিনি স্পষ্ট করে লেখেন, “আল্লাহ ওয়াস্তে এইটা নিয়ে নিউজ করবেন না। প্লিজ। আর দয়া করে ধর্মীয় কিছু রিলেট করবেন না। এইটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।”

তবে ফারিয়ার এমন অনুরোধের পরও তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার রসবোধ, বাবাকে ঘিরে আবেগী স্মৃতিচারণ এবং সাবলীল উপস্থাপনাকে ইতিবাচকভাবেই দেখছেন।

Check Also

প্রবাসে শীতের উৎসব: জার্মানিতে পিঠায় ফিরল গ্রামবাংলার স্মৃতি

বাঙালির জীবনে পিঠা শুধু একটি খাবার নয়—এটি শীতের সকাল, মায়ের হাতের আদর, নানির গল্প আর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।