চট্টগ্রাম-২: বিএনপির প্রার্থী সারোয়ারের নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে দিয়েছেন হাইকোর্ট। তাঁর মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।

মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সারোয়ার আলমগীরের করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতায় আর কোনো আইনগত বাধা থাকল না।

আদালতের আদেশের পর সারোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে সারোয়ার আলমগীরকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। এতে করে তাঁর নির্বাচনে অংশগ্রহণের পথ পুরোপুরি সুগম হয়েছে।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করা হয়। জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন এ আপিল দায়ের করেন।

আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে তাঁর মনোনয়নপত্র বাতিল করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরদিন ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস। অপর প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রাজু মিয়া।

ইসির আইনজীবী মো. রাজু মিয়া বলেন, হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ ও নির্দেশ দিয়েছেন। আদেশের কপি পেলে নির্বাচন কমিশন পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করবে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।