পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

ডেস্ক রিপোর্ট

ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো পোস্টাল ব্যালট আর গণনায় অন্তর্ভুক্ত হবে না। এ ছাড়া আরও সাতটি নির্দিষ্ট কারণে পোস্টাল ব্যালট বাতিলের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সিদ্ধান্ত জানিয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুই ভাগে আলাদাভাবে গণনা করতে হবে। তবে খামের ভেতরে ঘোষণাপত্র না থাকলে, ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে, একাধিক প্রতীকে বা কোনো প্রতীকেই টিক বা ক্রস চিহ্ন না থাকলে, অস্পষ্টভাবে চিহ্ন দেওয়া হলে কিংবা নির্ধারিত প্রতীক ছাড়া অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে ওই ব্যালট বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া প্রবাসী ভোটের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ছাড়া অন্য প্রতীকে ভোট দিলে সেটিও বাতিল হবে।

নির্দেশনায় আরও বলা হয়, অবৈধ বা বাতিল ঘোষিত পোস্টাল ব্যালট আলাদা খামে সংরক্ষণ করতে হবে এবং মোট বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীতে উল্লেখ করতে হবে। ভোটগ্রহণের দিনসহ আগের চার দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছানো পোস্টাল ব্যালটও গণনায় ধরা হবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কয়েদি ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।