গণভোটে স্পষ্ট অবস্থানই গণতন্ত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জুলাই সনদ নিয়ে আসন্ন গণভোটকে ঘিরে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সংবিধান সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কী হওয়া উচিত—এ প্রশ্নকে কেন্দ্র করে চলছে বিতর্ক। তবে গণতন্ত্রের স্বার্থে এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্ট আইনবিদরা।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান এ সিদ্দিক মনে করেন, গণভোটে সরকারের নীরবতা গণতন্ত্রকে শক্তিশালী করে না; বরং স্পষ্ট অবস্থানই অর্থবহ বিতর্কের ভিত্তি তৈরি করে। তাঁর মতে, জুলাই সনদ কোনো সাধারণ মতামত জরিপ নয়, এটি সংবিধানের মৌলিক সংস্কার নিয়ে জনগণের মতামত নেওয়ার একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া।

ইমরান এ সিদ্দিক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত সংস্কারের লক্ষ্য হলো নির্বাহী ক্ষমতার অপব্যবহার রোধ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাংবিধানিক ভারসাম্য নিশ্চিত করা। এসব বিষয়ে জনগণের সামনে সরকারের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা গণতান্ত্রিক স্বচ্ছতার অংশ।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া মানেই ভোটারদের ওপর চাপ সৃষ্টি করা নয়। কারণ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ স্বাধীনভাবে বিপক্ষে প্রচারণা চালাতে পারছে এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছেন।

লেখায় তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে গণভোটের সময় সরকার নিজস্ব অবস্থান প্রকাশ করে থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশেই সীমিত পরিসরে সরকারি প্রচারণা গণতান্ত্রিকভাবে স্বীকৃত।

ইমরান এ সিদ্দিকের মতে, বাংলাদেশ বর্তমানে একটি অভ্যুত্থান–পরবর্তী সময় অতিক্রম করছে, যেখানে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীভূতকরণ নিয়ে জনগণের মধ্যে গভীর অনাস্থা রয়েছে। এই বাস্তবতায় সংস্কার প্রশ্নে নীরব থাকা দায়িত্ব এড়িয়ে যাওয়ার শামিল।

তিনি বলেন, জুলাই সনদের প্রস্তাবিত সংস্কারগুলো কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করছে না; বরং ভবিষ্যতে স্বৈরতন্ত্রের ঝুঁকি কমাতে সাংবিধানিক সুরক্ষা জোরদার করাই এর মূল লক্ষ্য। তাই গণভোটে সরকারের স্পষ্ট অবস্থান প্রকাশ গণতান্ত্রিক অধিকারই নয়, বরং একটি নৈতিক দায়িত্ব।

শেষ পর্যন্ত গণভোটে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে—এটাই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেন তিনি।

Check Also

মাওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।