বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ—বিশেষ করে তরুণ সমাজ ও নারীরা—আর বস্তাপচা, সহিংসতা ও অনিয়মে ভরা রাজনীতি দেখতে চায় না। তারা চায় নিরাপত্তা, ন্যায়বিচার ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে জামায়াত বেকার ভাতার সংস্কৃতি নয়, বরং যোগ্যতা অনুযায়ী টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলবে বলে তিনি আশ্বাস দেন।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের নারীরা আজ স্পষ্টভাবে বলছেন—তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন, কারণ তারা নিরাপদ থাকতে চান। তাঁর ভাষায়, অতীতের সরকার দাঁড়িপাল্লার প্রতীক সহ্য করতে পারেনি বলেই সেটিকে গুম করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ দাঁড়িপাল্লা আবার ফিরে এসেছে। কারণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম-অবিচার বন্ধ হবে।
তিনি শহীদ আবরার ফাহাদ, শহীদ হাদী ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, তারা আজ আমাদের মাঝে না থাকলেও তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কোটি কোটি তরুণ বিপ্লবী তৈরি হয়েছে। এই তরুণরাই ভবিষ্যতে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতিটি তরুণ যেন এক একজন আবরার ফাহাদ ও হাদী হয়ে ওঠে—ন্যায়ের পক্ষে সাহসী কণ্ঠস্বর হয়ে।
কুষ্টিয়া অঞ্চলের নদী সংকট নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির নদীকে মায়ের কোলের সন্তানের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ—এর ওপর নির্ভর করে দেশের কৃষি, অর্থনীতি ও ভৌগোলিক ভারসাম্য। অথচ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এ দেশে তিলে তিলে নদীকে হত্যা করা হয়েছে। নদী খননের নামে লুটপাট হয়েছে, ফলে অনেক নদী আজ মরুকরণের পথে।
রাজনৈতিক মামলার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর জামায়াতের বিরুদ্ধে দেশব্যাপী মামলার সংখ্যা ছিল মাত্র আটটি, তাও সর্বোচ্চ এক থেকে দুজনকে আসামি করা হয়েছে। অথচ অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক আচরণের প্রমাণ।
জনসভার শেষপর্বে জামায়াত আমির কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং প্রতীক হিসেবে তাঁদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, ভয় নয়—বিবেকের ভিত্তিতে ভোট দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে