জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে এই কর্মসূচির সূচনা হয়।
এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রথমে শহীদ ইশমামুল হকের কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকেই শুরু হয় এনসিপির নির্বাচনী পদযাত্রা। কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উপস্থিতি।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “ইশমামুল হকসহ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, এই নির্বাচন সেই স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়েই এনসিপির নির্বাচনী পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই পদযাত্রার মাধ্যমে জনগণের কাছে সংস্কার, সুশাসন ও গণতন্ত্রের বার্তা পৌঁছে দেওয়া হবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ এনসিপির নেতারা লোহাগাড়া উপজেলায় পৌঁছালে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির লোহাগাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন এবং স্থানীয় নেতাকর্মীরা।
এনসিপি নেতারা জানান, দেশব্যাপী সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীদের জন্য ভোট চাওয়া এবং দলীয় প্রতীক শাপলা কলির প্রচারণাও চালানো হবে।
দলটির নেতাদের দাবি, এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের আশা-আকাঙ্ক্ষা শোনা হবে এবং একটি নতুন, সংস্কারমুখী বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা হবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে