অল্প সময়ে দেশে এত বড় সংস্কার হয়নি: আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা: দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, “এটা সবিনয় বলব এবং অত্যন্ত জোরে বলব।”

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে এই মন্তব্য করেন আসিফ নজরুল। সংলাপটি আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, পাশাপাশি রাজনীতিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আসিফ নজরুল বলেন, “বর্তমান সময়ে কী কী সংস্কার হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রশ্নের মধ্যে তিন ধরনের নেতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, কোনো সংস্কার হয়নি। এটি সম্পূর্ণ ভুল।”

তিনি উদাহরণ হিসেবে ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সেক্টরের সংস্কারের উল্লেখ করেন। বলেন, “ব্যাংকিংয়ের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। রেমিট্যান্স যেকোনো সময়ের চেয়ে বেশি। দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এগুলো সংস্কার ছাড়া সম্ভব হত না।” তিনি আরও বলেন, “যথেষ্ট সংস্কার হয়েছে। হয়তো আরও হতে পারত, তবে যা হয়েছে, তা তুচ্ছ নয়।”

আইন উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশের ক্ষেত্রেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “আমার নিজেরও কিছু হতাশা আছে, তবে যেটা হয়েছে, তা তুচ্ছ নয়।”

সংস্কার প্রক্রিয়া নিয়ে আসিফ নজরুল বলেন, “অনেকে বলেন, সরকার কারও সঙ্গে পরামর্শ করেনি। এটা হাস্যকর। যে কমিশনগুলো গঠন করা হয়েছে, এত বিস্তৃত পরামর্শ ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময়ও হয়নি।”

নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যা বলেছেন, তার অন্তত ৬টি কথাই রাখা হয়েছে। তাই অনুগ্রহ করে সত্য কথা বলুন।”

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।