ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও: ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারির সরাসরি প্রতিক্রিয়া

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ছাত্রদল ধারাবাহিক পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে।

সাদ্দাম বলেন, “শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা ছাত্রদলের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল চরম চেষ্টা করেছে। শাকসু নির্বাচনকেও বিএনপির সিন্ডিকেট ব্যবহার করে বানচাল করার চেষ্টা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেয়, এবং ছাত্রদলের প্যানেলও আন্দোলনে যুক্ত থাকে। পরে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতা মুক্ত রাখে।”

স্ট্যাটাসের শেষে সাদ্দাম বলেন, “আজ আবার দেখা যাচ্ছে, শাকসু নির্বাচন যাতে না হয়, কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে। বিএনপি অতীতেও ক্ষমতায় থাকাকালীন একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা স্পষ্ট যে, তাদের উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। ‘ভোটাধিকারের জন্য আন্দোলন’ শিরোনামটি শুধু রাজনৈতিক বক্তব্য।”

শিবির নেতা এই ঘটনাকে শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে খেলার প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছে, তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সক্রিয় থাকবে।

Check Also

মাওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।