এলপিজি সংকটে রান্নাঘর অচল, বাড়তি দাম দিয়েও মিলছে না গ্যাস

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস—এলপিজির ভয়াবহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ অর্থ দিয়েও অনেক এলাকায় গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও কুমিল্লার মতো বড় শহরগুলোতে এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে এলপিজি আমদানি প্রায় দেড় লাখ টন কমেছে। যেখানে প্রতি বছর দেশে এলপিজির চাহিদা গড়ে ১০ শতাংশের বেশি বাড়ে, সেখানে আমদানি কমে যাওয়ায় বাজারে তীব্র সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।

বিইআরসি সূত্র জানায়, ২০২৩ সালে দেশে এলপিজি আমদানি হয়েছিল ১২ লাখ ৭৫ হাজার টন। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ১০ হাজার টনে। তবে ২০২৫ সালে আমদানি নেমে আসে ১৪ লাখ ৬৫ হাজার টনে। বিশেষ করে বছরের শেষ তিন মাসে আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাজারে সংকট চরমে পৌঁছায়।

এদিকে ভোক্তারা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও বাস্তবে তা কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকায়। অনেক দোকানে গিয়েও সিলিন্ডার না পেয়ে ফিরে আসছেন ক্রেতারা।

মোহাম্মদপুরের বাসিন্দা তামান্না আখতার বলেন, “চার-পাঁচটা দোকান ঘুরে শেষমেশ একটি সিলিন্ডার পেয়েছি, কিন্তু দাম দিতে হয়েছে প্রায় দ্বিগুণ।” একই চিত্র চট্টগ্রাম ও রাজশাহীতেও। কোথাও দিনে যে অল্প কয়েকটি সিলিন্ডার আসে, তা ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

দোকানিরা বলছেন, পরিবেশকরা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করছেন না। অনেক এলাকায় ৭০ শতাংশের বেশি সিলিন্ডার খালি পড়ে আছে। ফলে কেউ কেউ বিকল্প হিসেবে বিদ্যুৎচালিত চুলা কিংবা কেরোসিনের চুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এটি মূলত সরবরাহজনিত সংকট। আন্তর্জাতিক বাজারে এলপিজি জাহাজের ওপর নিষেধাজ্ঞা, ইরান থেকে সরবরাহ বন্ধ এবং চীনের মতো বড় দেশের বাড়তি চাহিদার কারণে আমদানি জটিল হয়ে পড়েছে।

তবে এলপিজি অপারেটররা সরকারের দেরিকে দায়ী করছেন। তাঁদের অভিযোগ, আগেই আমদানি বাড়ানোর অনুমোদন চাওয়া হলেও তা সময়মতো দেওয়া হয়নি।

বিইআরসি জানিয়েছে, সংকট কাটাতে এলসি খোলায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আমদানির অনুমতি বাড়ানো হয়েছে। আমদানি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Check Also

এলপিজি সংকট কাটাতে আমদানির অনুমতি চাইল বিপিসি

দেশের এলপিজি বাজারে সংকট ও মূল্য অস্থিরতা কাটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।