নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় পৌঁছাবেন আজ বিকেল

ঢাকায় যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ বিকেল ৫:৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা।

ক্রিস্টেনসেন ঢাকা দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

তাঁর আগমন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Check Also

এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।