ভারতবিরোধী স্লোগান নয়, প্রয়োজন জাতীয় সক্ষমতা: মাহা মির্জা

উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা বলছেন, ভারতের বাজার, কাঁচামাল ও পণ্যের ওপর বাংলাদেশের নির্ভরশীল অর্থনীতি কেবল ভারতবিরোধী স্লোগান দিয়ে সমাধান হবে না। তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি জাতীয় সক্ষমতা ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণ

মির্জা উল্লেখ করেছেন, বাংলাদেশের পোশাকশিল্পের ৮০ শতাংশ সুতা আসে ভারত থেকে। স্থানীয় ৫০০টি সুতা কারখানার অধিকাংশ বন্ধ হয়ে গেছে কারণ ভারতীয় সস্তা সুতার সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব হয়নি। সরকারই উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য যথাযথ প্রণোদনা কমিয়ে দিয়েছে।

তিনি আরও বলেছেন, শুধু পোশাক নয়, পাট, বেনারসিপল্লি শাড়ি, অটোরিকশা পার্টস এবং চিনিকলসহ বহু শিল্প ক্ষেত্রেই ভারতীয় ভর্তুকি ও নীতি ধারাবাহিকতা বাংলাদেশে নেই। ফলে দেশীয় শিল্প খর্ব হয়েছে, ভারতীয় নির্ভরতা বেড়েছে।

মির্জা বলেন, ফ্রি মার্কেট বা স্লোগান দিয়ে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় বিনিয়োগ, ভর্তুকি, প্রযুক্তি আধুনিকায়ন ও শিল্প সংস্কার। অর্থাৎ জাতীয় সক্ষমতা গড়ে তুলতে হবে, কৌশলগত স্বনির্ভরতা তৈরি করতে হবে, নয়তো ভারতনির্ভর অর্থনীতি থেকে বেরোনো সম্ভব হবে না।

Check Also

এলপিজি সংকটে রান্নাঘর অচল, বাড়তি দাম দিয়েও মিলছে না গ্যাস

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস—এলপিজির ভয়াবহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ অর্থ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।