শীতে ক্রেতাশূন্য প্যাভিলিয়ন, হতাশ ব্যবসায়ীরা

তীব্র শীতের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের চতুর্থ দিনে প্যাভিলিয়নগুলোতে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল খুবই কম। ফলে কাঙ্ক্ষিত বেচাকেনা না হওয়ায় হতাশায় পড়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, শৈত্যপ্রবাহের প্রভাবে মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকা। স্টল মালিক ও কর্মচারীরা ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের মোট ৩২৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

নববী ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোয়াসসেল মিয়া বলেন, “মেলার শুরু থেকেই তীব্র শীত পড়েছে। এতে ক্রেতা একেবারেই কম। শীত না কমলে ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।”

দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের পরিচালক ওসমান গনি জানান, “প্রতিবারের মতো এবারও অংশ নিয়েছি। তবে ৩ জানুয়ারি উদ্বোধনের পর থেকেই শীতের কারণে দর্শনার্থী প্রায় নেই।”

ইন্ডিয়ান ফুটওয়্যারের সেলিম আহমেদ বলেন, “অনেক টাকা খরচ করে স্টল নিয়েছি। বেচাকেনা না হলে লোকসানে পড়তে হবে।”

হোমট্যাক্সের নাদিয়া খানম বলেন, “দিনে কিছু দর্শনার্থী এলেও বিকেলে পুরো মেলা ফাঁকা হয়ে যায়। শীত কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক তরফদার সোহেল রহমান বলেন, “শৈত্যপ্রবাহের কারণে দর্শনার্থী কম। তবে সামনের দিনগুলোতে বেচাকেনা বাড়বে বলে আমরা আশাবাদী। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।