টালিউড তারকা ও তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র-এর বিয়ের বিষয়ে ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে। সম্প্রতি রুক্মিণী জানিয়েছেন, যে দিন তারা সবাইকে চমক দেবে, সেই দিন বিয়ের বিষয়টি সকলের সামনে প্রকাশ করা হবে।
দেবের বয়স বর্তমানে ৪১ বছর। অভিনয় ও রাজনীতির ব্যস্ততায় থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে অভিনেত্রী রুক্মিণী মৈত্র-র সঙ্গে দেবের সম্পর্ক ভক্ত ও পরিবারের কাছে অনেক আগেই পরিচিত।
রুক্মিণী ‘সংগীত বাংলা’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে। কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে…”
এর আগে দেব ‘নিউজ১৮’-কে জানিয়েছেন, বিয়ে ভাগ্যের ব্যাপার। তিনি বলেছিলেন, “আমি বিয়ে করতে চাই না এমন নয়। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবেন।”
দেব ও রুক্মিণী ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে পর্দায় জুটি বাঁধেন। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’সহ একাধিক সিনেমায় তারা একসাথে কাজ করেছেন। পর্দার এই জুটি বাস্তব জীবনেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যা তাদের বিদেশ ভ্রমণ ও নানা খুনসুটির মুহূর্তে স্পষ্ট দেখা যায়।
২০২৪ সালে গুগল সার্চে ভুলভাবে প্রকাশিত হয়েছিল যে দেব ও রুক্মিণী বিবাহিত এবং তাদের একটি সন্তান আছে। সেই তথ্য নিয়ে ভক্তদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল, যা তারা গুজব হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। এবার, ভক্তরা অপেক্ষায় আছেন তারা কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে ঘোষণা করবেন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে