রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবশেষে চালু হলো বহুল প্রত্যাশিত পরিবেশবান্ধব ই-কার সেবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন—রুয়া’র উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
প্রথম ধাপে ৫টি ইলেকট্রিক কার ক্যাম্পাসের পাঁচটি রুটে চলাচল করবে—আলী রায়হান গেট, সাকিব আঞ্জুম গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবন পর্যন্ত। যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তি, অতিরিক্ত ভাড়া এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হতো। এই ই-কার সেবা তাদের সেই দুর্ভোগ কমাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, পরিবহন ব্যবস্থার উন্নয়নের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, রুয়া তা বাস্তবে রূপ দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি জানান, ভবিষ্যতে আরও ই-কার বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর বিষয়েও তারা কাজ করছেন।
উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, রুয়ার নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। ই-কার সার্ভিস তারই অংশ—এটি কেবল শুরু।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে