বাংলাদেশ, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন—
- ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সি
- জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাভলু মুন্সী
- সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আকরামুজ্জামান মিঠু
- আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার লিয়াকত মোল্লা, শেখ সৈয়দ আলী, জাকু মুন্সি, মিজান মুন্সি, মজিবর মুন্সি প্রমুখ।
বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন,
“যারা আওয়ামী লীগ করতেন কিন্তু অন্যায়-জুলুমের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের বাদ দেওয়া হবে কেন? আমি অপরাধীদের নেব না—তারা এর মধ্যেই পালিয়েছে বা লুকিয়ে আছে।”
সাবেক এমপি নিক্সন চৌধুরীকে সমালোচনা করে তিনি আরও বলেন,
“উন্নয়নের নামে শুধু ফুলঝুরি কথাই বলা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। আমরা সরকারে গেলে এই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান উন্নয়ন করব।”
তিনি প্রতিশ্রুতি দেন—
- ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ সরকারি করা
- ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা
- এলাকাবাসীর দীর্ঘদিনের অবহেলা দূর করার উদ্যোগ নেওয়া
অনুষ্ঠানে যোগদানকারীরা বিএনপির প্রতি আস্থা প্রকাশ করে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে