বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
রিপোর্ট:
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আজ বুধবারের সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলে থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সকাল ৬টার তথ্য অনুযায়ী, এটি একই এলাকায় অবস্থান করছে এবং আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
একই সঙ্গে মালাক্কা প্রণালি এলাকায় থাকা আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়েছে। সকাল ৬টায় এটি অক্ষাংশ ৫.০ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯৮.০ ডিগ্রি পূর্বে অবস্থান করছিল এবং পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
এ পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি হলে নতুন নির্দেশনা দেওয়া হবে জানিয়ে সবাইকে আপডেট আবহাওয়া বার্তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে