ভোট দিতে ৩১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ডাকযোগে ভোটদানের সুযোগ নিতে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে ৩১ হাজার ৭০৯ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে মঙ্গলবার বিকেলের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়।

ইসি জানায়, নির্ধারিত সময় শেষে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট প্রদান শেষে প্রবাসীরা ফিরতি খামে ব্যালট পাঠিয়ে দেবেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা নিবন্ধন করছেন, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। একইসঙ্গে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নিবন্ধন ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, ঘানা, মরক্কোসহ মোট ৪০টিরও বেশি দেশ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে—৮ হাজার ৪২৫ জন। এরপর রয়েছে জাপান ৫ হাজার ৬৮৫, যুক্তরাষ্ট্র ৪ হাজার ৩০৩, দক্ষিণ আফ্রিকা ৩ হাজার ৫৭৬, কানাডা ২ হাজার ৬৭১, অস্ট্রেলিয়া ২ হাজার ৫০৫ এবং চীন থেকে ১ হাজার ৫৩৪ জন।

আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরবের প্রবাসীরা, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসীরা এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরে ভোটের দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি কর্মচারী, কয়েদি এবং অন্যান্য বিদেশি ভোটারদের জন্য নিবন্ধন সময় ১৯ থেকে ২৩ ডিসেম্বর।

ইসি লক্ষ্য করেছে—এবার ডাকযোগে ভোটে অংশ নিতে সম্ভাব্য ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা।

Check Also

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক :শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।