বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেই আবারও নতুন চমক। এবার লিগে যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশ ট্রাভেলস নামের প্রতিষ্ঠান দলটির মালিকানা পেয়েছে।
গতকাল রাতে ফ্র্যাঞ্চাইজিকে মেইলে অনুমোদনের খবর জানানো হয়। আজ আনুষ্ঠানিক ঘোষণাও নিশ্চিত হওয়ার কথা। নতুন দল যুক্ত হওয়ায় বিপিএলের দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টি।
আসরের সময়সূচি
- নিলাম (Auction): ৩০ নভেম্বর
- উদ্বোধনী ম্যাচ: ২৬ ডিসেম্বর
- ফাইনাল: ২৪ জানুয়ারি (সম্ভাব্য)
ফ্র্যাঞ্চাইজিগুলো কারা?
- রংপুর রাইডার্স — টগি স্পোর্টস
- ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস
- সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি
- রাজশাহী ওয়ারিয়র্স — নাবিল গ্রুপ
- চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস
- নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস
নোয়াখালী প্রথমবারের মতো নিজস্ব দল পাওয়ায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে