ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকা হায়লি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে হওয়া এই অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে বলে জানিয়েছে টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার।
রিফট ভ্যালি এলাকায় অবস্থিত এ আগ্নেয়গিরি দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। অগ্ন্যুৎপাতের ছাইয়ের ধোঁয়া ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘন ধোঁয়ার দৃশ্য দেখা গেলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।
গবেষকদের মতে, হায়লি গুব্বির আগের অগ্ন্যুৎপাত হয়েছিল হোলোসিন যুগে, প্রায় ১২ হাজার বছর আগে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে