বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, “আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। ১৭ বছর আপনাদের ভোটাধিকার ছিল না, এবার সেই অধিকার আপনাদের হাতে ফিরেছে।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চবিদ্যালয় মাঠে নারী শিশু অধিকার ফোরামের আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সামনে নির্বাচন। আপনাদের ভোটাধিকার ফিরেছে। বগুড়ায় ধানের শীষের কোনো বিকল্প নেই—এটা আপনারা বহুবার প্রমাণ করেছেন। তাই আগামী নির্বাচনে আপনাদের ভাই মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।”
সমাবেশটি সঞ্চালনা করেন নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী বক্তব্য রাখেন।
এ ছাড়া কাহালু ও নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে