ভিসি বাসভবনের সামনে রাতভর অবস্থান ঢাবি শিক্ষার্থীদের

নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে তারা এই অবস্থান শুরু করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে ডাকসু নেতারা তাদের দাবির পক্ষে কাজ করছেন না। বিশ্ববিদ্যালয় হঠাৎ করে বন্ধ ঘোষণার সিদ্ধান্তের পেছনে ‘তৃতীয় পক্ষের’ প্রভাব রয়েছে বলেও তাদের অভিযোগ। একই সঙ্গে তারা বাধ্যতামূলকভাবে হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানান।

এর আগে, ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। পাশাপাশি রোববার বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার অনুরোধ জানানো হয়।

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।