গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালেই বিশেষ প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এ দুই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, আগামীতে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা।
এর আগে গত ৮ অক্টোবর গুম ও নির্যাতনের এ দুই মামলা, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের আরেক মামলাসহ মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন এসব মামলায় প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
পরে ২২ অক্টোবর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।
গুম ও নির্যাতনের দুই মামলায় পলাতক আসামিদের হাজিরার জন্য বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ সম্পন্ন হয়েছে।
এর আগেও পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে