বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় পুরো জাতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন-এর জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“ইঞ্জিনিয়ারিং বা অনিয়মের কোনো পাঁয়তারা হলে সবাই বুলেটের মতো বর্জন করবে। দুষ্টুদের হাত অবশ করে দেবেন। শুধু ভোট নয়, ভোটের পাহারাদারিও করবেন।”
তিনি আরও বলেন,
“আমাদের লড়াই সব জুলুম, ফ্যাসিবাদ, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করব না। জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না।”
সম্মেলনে অন্যান্য বক্তব্য
সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি বলেন,
“এই প্রজন্মে অন্ধ আনুগত্য বা ভাই পলিটিক্স চলবে না।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন,
“মানবতার কল্যাণে যদি একটি সঠিক ভোটের বাক্স পাঠানো যায়, তবে ইতিহাস রচনা হবে। চাঁদাবাজ ও মানবতা বিরোধীদের বাংলার জমিনে স্থান হবে না।”
সভাপতিত্ব করেন আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুর। বক্তব্য দেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ অনেকে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে