বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। উৎপত্তিস্থলও বাইপাইলেই ছিল।

এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, কম্পনের কারণে কিছু মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে এসেছেন।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল। ওই ঘটনায় শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হয়। আবহাওয়া অফিস জানিয়েছিল, গতকালের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ রিখটার স্কেলে, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকালের ভূমিকম্পের পরই অঞ্চলে ছোট ছোট কম্পন অনুভূত হওয়া স্বাভাবিক, যা মাটির স্তরে প্রাকৃতিক স্থিতিশীলতার কারণে ঘটে।

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।