এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত। ম্যাচটিতে ভারতের নেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিশেষ করে, সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে কেন আক্রমণাত্মক ব্যাটার বৈভব সূর্যবংশীকে নামানো হয়নি—তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক জিতেশ যা বলেছেন, তা আরও বিতর্ক তৈরি করেছে। তার দাবি, বৈভব পাওয়ার প্লে’র ব্যাটার, তাই তাকে সুপার ওভারে পাঠানো হয়নি।
জিতেশ বলেন,
“ওরা (বৈভব ও প্রিয়াংশ আর্য) মূলত পাওয়ার প্লে-তে খেলার জন্যই প্রস্তুত। ডেথ ওভারে বড় শট খেলতে পারে আমি, আশুতোষ (আশু) আর রমন। তাই দলগত ভাবনাচিন্তা করে আমরা সুপার ওভারে তাদেরকেই রেখেছিলাম।”
কিন্তু ক্রিকেট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বৈভব নিজেকে শুধু পাওয়ার প্লে ব্যাটার হিসেবেই সীমাবদ্ধ রাখেননি। বরং টুর্নামেন্টে একাধিকবার তিনি ইনিংস গভীর পর্যন্ত নিয়ে গেছেন এবং ডেথ ওভারে রান করেও প্রমাণ দিয়েছেন নিজের সক্ষমতার।
বৈভবের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রশ্নের জন্ম দিচ্ছে
- টুর্নামেন্টের প্রথম ম্যাচে বৈভব খেলেছিলেন ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস, আউট হন ১২.৩ ওভারে।
- পাকিস্তানের বিপক্ষে করেন ৪৫ রান, আউট হন ১০ম ওভারে।
- ওমান ম্যাচে ব্যাট হাসেনি—১২ রান।
- বাংলাদেশ ম্যাচে করেছেন ৩৮ রান, আউট হয়েছেন চতুর্থ ওভারে।
- আইপিএলেও আছে তার শতরান।
অর্থাৎ, বৈভব নিয়মিতভাবেই পাওয়ার প্লে অতিক্রম করে গভীর পর্যন্ত খেলেছেন। ব্যাটিং দক্ষতার প্রমাণও দিয়েছেন বারবার। তাই অধিনায়ক জিতেশের যুক্তি অনেকেই ‘হাস্যকর’ এবং অগ্রহণযোগ্য বলেই মনে করছেন।
বিশেষজ্ঞরা বলছেন—টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারটি খেলতে দলের সবচেয়ে ইন-ফর্ম ব্যাটারকে না পাঠানোই ভারতের বিদায়ের অন্যতম প্রধান কারণ।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে