ভূমিকম্পে তিন জেলায় মৃ*ত্যু বেড়ে ১০

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ঢাকায় নিহত ৪

ঢাকায় নিহতদের মধ্যে রয়েছেন—

  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০)
  • ব্যবসায়ী আবদুর রহিম (৪৮)
  • আবদুর রহিমের ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২)
  • নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)

বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হন—রাফিউল ইসলাম, আবদুর রহিম ও তার ছেলে রিমন। এছাড়া মুগদা মদিনাবাগে একটি নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে নিহত হন নিরাপত্তাকর্মী মাকসুদ।

নরসিংদীতে ৫ জনের প্রাণহানি

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে নিহত হয়েছেন—

  • শিশু ওমর ফারুক (১০)
  • তার বাবা দেলোয়ার হোসেন (৪০)
  • ফোরকান মিয়া (৩৫)
  • বৃদ্ধ কাজেম আলী ভূঁইয়া (৭৫)
  • নাসির উদ্দিন (৬৫)

মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে নিহত হন কাজেম আলী ভূঁইয়া। ভূমিকম্পের আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যান ষাটোর্ধ্ব নাসির উদ্দিন। সদর উপজেলার গাবতলীতে বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড ঘরে পড়লে গুরুতর আহত হয় তিনজন। ঢাকা মেডিকেলে আনার পর মারা যায় শিশু ওমর ও তার বাবা দেলোয়ার হোসেন। শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন ফোরকান মিয়া।

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশে একটি দেয়াল ধসে পড়ে ১০ মাস বয়সী শিশু ফাতেমা নিহত হয়। তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমও আহত হন।

ভূমিকম্পের উৎপত্তি

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রা শক্তির ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৫.৫ বলে জানিয়েছে।

হঠাৎ ভূমিকম্পে আতঙ্কে রাজধানীসহ বিভিন্ন স্থানে মানুষ ভবন থেকে বের হয়ে আসে। কোথাও কোথাও ছুটোছুটি করতে গিয়ে আহত হন অনেকে।

ঢাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত

ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ জানান, ভূমিকম্পে ঢাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো—
মালিবাগ চৌধুরীপাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নর্দ্দা, দক্ষিণ বনশ্রী, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীপাড়া, মধুবাগ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা।

Check Also

উত্তরায় ছয়তলা আবাসিক ভবনে আগুন: দোতলার ডাইনিং রুম থেকে সূত্রপাত, নিহত ৬

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম সেক্টরে একটি ছয়তলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।