মুশফিক-লিটনের শতকে থামল বাংলাদেশ, আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭৬ রানের ইনিংস

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত শতকে ভর করে ৪৭৬ রান করেছে বাংলাদেশ। মির্ডল অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় একপর্যায়ে মনে হচ্ছিল টাইগাররা পাঁচ শতাধিক রান করতে পারবে। তবে শেষ দিকের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান করতে ব্যর্থ হওয়ায় ৫০০ রানের মাইলফলক স্পর্শ করা হয়নি।

এই ইনিংসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়া হলো। চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক-লিটন এবং ষষ্ঠ উইকেটে লিটন-মিরাজ শতরানের জুটি গড়েছেন। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়ার ঘটনা।

দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিকুর রহিম ১ রান দূরে থাকা সেঞ্চুরি পূর্ণ করেন এবং ২১৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন। লিটন ১২৮ রানে ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন। মিরাজের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়লেও, মিরাজের বিদায়ে সেই জুটি ভেঙে যায়। শেষপর্যন্ত হোয়ের বলে ৪ বলের ব্যবধানে মিরাজ-লিটন দুজনই আউট হন।

বোলারদের শেষে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ যথাক্রমে ৪ ও ১১ রান করেন। প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল, মুশফিকুর রহিম ৯৯ এবং লিটন অপরাজিত ৪৭ রানে ছিলেন।

Check Also

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ দুই সাবেক ক্রিকেট তারকার

দীর্ঘ টানাপোড়েনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।