মামদানির সঙ্গে শুক্রবার বৈঠকে বসছেন ট্রাম্প


নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে আসন্ন শুক্রবার (২১ নভেম্বর) বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।

৩৪ বছর বয়সী এই তরুণ নেতা নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচিত করলেও নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে কঠোর ভাষায় একের পর এক আক্রমণ করেছিলেন ট্রাম্প। বিজয় ঘোষণার পরও সেই সুর কিছুটা বহাল রেখেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আবারও মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন। তিনি লিখেছেন, “২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

এদিকে গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র-নির্বাচিত মামদানি জানান, দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে তিনি হোয়াইট হাউসের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করবেন। তাঁর ভাষায়, “শহরের সাফল্যের জন্য ফেডারেল সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দুই পক্ষের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বৈঠককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।

Check Also

এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।