টেস্ট ক্রিকেটে নির্ভরতার প্রতীক—মুশফিকুর রহিম। ১৮ বছর বয়সে লর্ডসে অভিষেক, আর ৩৮ বছর বয়সে ঘরের মাঠে শততম টেস্টে শতক—এর চেয়ে সুন্দর চিত্রনাট্যই বা আর কী হতে পারত! বিকেএসপির পাতলা গড়নের কিশোরটি পরিশ্রম, সাধনা আর একাগ্রতা দিয়ে আজ বাংলাদেশের ‘মিস্টার টেস্ট ক্রিকেট’ হয়ে দাঁড়িয়েছেন।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫০ ম্যাচে সাধারণ মানের পরিসংখ্যান থাকলেও পরের ৫০ টেস্টে নিজেকে রূপান্তর করেন মুশফিক। শেষ ৫০ টেস্টে তার সংগ্রহ ৩৭০৭ রান—১২টি ফিফটির পাশে ১০টি সেঞ্চুরি। গড়ও এখন ৪০ ছুঁইছুঁই।
ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলেছেন মাত্র ৮৪ জন। তার মধ্যে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড় মাত্র ১১ জন—এলিট সেই তালিকায় এখন মুশফিকও আছেন।
২০ বছরের লম্বা ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে টেস্টে প্রায় সব বড় রেকর্ডের শীর্ষে মুশফিক। এখনো নিয়মিত অনুশীলনে প্রথমে মাঠে আসা—এটাই তার প্যাশন, ডেডিকেশন আর ক্ষুধার প্রমাণ।
বগুড়ার মিতু থেকে দেশের মিস্টার টেস্ট ক্রিকেট হওয়া—এই পথ মোটেও সহজ ছিল না। হাসি-কান্না, সমালোচনা, উত্থান-পতন পেরিয়ে আজ তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য নাম।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে