চাঁদাবাজদের রুখতে হলে প্রস্তুতি নিতে হবে : ইঞ্জিনিয়ার ইকবাল

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, “সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজদের রুখতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে, পাস করতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সদ্য প্রয়াত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হোসেইন বলেন, মনোনয়ন তিনি নিজে নয়, আসলে পেয়েছেন এলাকার নেতাকর্মীরা। তারেক রহমান যে মনোনয়ন দিয়েছেন, তা কাজে লাগিয়ে জয়ের জন্য সবাইকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তিনি বলেন, সামনে নতুন প্রতিপক্ষ এসেছে—যারা সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। এদের মোকাবিলা করতে হলে সংগঠনের সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।

এ ছাড়া বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা।

স্মরণসভায় বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাদেরও উপস্থিতি ছিল।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।