ঢাকা-আইডিয়াল-সিটি কলেজে শান্তিচুক্তি সম্পন্ন

ঢাকা-আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা—কথাকাটাকাটি, ধাওয়া-পাল্টাধাওয়া ও বাস ভাঙচুর—রোধ করতে তিন কলেজ ‘শান্তিচুক্তি’ করেছে।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা কলেজ অডিটরিয়ামে শান্তিচুক্তি স্বাক্ষর হয়। এ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট থানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক ও আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হক।

শান্তিচুক্তির আওতায় দুই কলেজের শিক্ষার্থীরা বিগত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে বন্ধুত্ব, সহযোগিতা ও ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী ইস্রাফিল মহিমা বলেন, “আমরা চাই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ হোক।” আইডিয়াল কলেজের শিক্ষার্থী তৌফিক যোগ করেন, “ভাইদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটি শত্রুতায় পরিণত হোক না।”

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, “সাম্প্রতিক সংঘর্ষ ও ভুল বোঝাবুঝি শিক্ষাজীবন ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করেছিল। এ অবসান জরুরি।” আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “দূরত্ব তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে। এখন থেকে সম্পর্ক আরও দৃঢ় হবে।”

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।