পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রভাব দিনদিন বেড়েই চলেছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টায় প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সকালে হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়াচ্ছে, আর শীতের ঝাপসা বাতাস জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমেছে, ফলে ভোর থেকেই বিভিন্ন শ্রমজীবী মানুষ—দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক ও কৃষকরা কাজে বের হয়েছেন।
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তরীয় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ ছিল।
শনিবারও সকাল ৯টায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফলে উত্তরাঞ্চলের এই জেলা শীতের মরসুমের প্রাথমিক প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে