রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে সকালে ককটেল বি*স্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আ*হত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।
আহত আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় হঠাৎ বি*স্ফোরণের শব্দে তিনি ছিটকে পড়ে যান বলে জানান। তার পা ও হাতে জখম হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর বাসির সাংবাদিকদের বলেন, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যেতে যেতেই হঠাৎ ককটেলটি বি*স্ফোরিত হয়। তার ধারণা, পাশের উড়ালসড়ক থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে।
রাজধানীতে গত কয়েকদিন ধরে ককটেল বি*স্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা বেড়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির পর থেকে ৭ নভেম্বর রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক বি*স্ফোরণ ঘটে।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই–আগস্ট আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মা*মলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। এই মামলার প্রধান আসামিদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে রায় ঘোষণা হবে। পরিস্থিতি ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, আর অনলাইনে নতুন কর্মসূচির কথাও বলছে নিষিদ্ধ আওয়ামী লীগ।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে