দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর নির্বাচন করব কল্পনাও করিনি : লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আবারও রাজনীতির মাঠে ফিরে এসে নির্বাচনে অংশ নিতে পারব—এটা কখনো কল্পনাও করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে মনোনয়ন পাওয়া তাঁর জীবনের ‘অবিশ্বাস্য ফিরে আসা’ বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার পাবলিক হল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবর এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মনোনয়ন পেয়ে নির্বাচনে ফিরে আসা কখনো ভাবিনি। এক বছর আগেও ভাবিনি আমি মাঠে নামতে পারব। জনগণের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসেই এটা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকার মানুষ তাঁর জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন এবং নামাজ পড়েছেন। এ ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে ব্যাখ্যা করেন তিনি। বাবরের ভাষায়, “আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আবার রাজনীতিতে ফিরতে পেরেছি।”

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।