সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ব্যাটে-বলে দাপট দেখিয়ে ছিলেন দেশের অন্যতম সেরা তারকা। বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবও দীর্ঘসময় ধরে নিজের করে রেখেছিলেন তিনি। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে মাঠের বাইরে সময় কাটছে তার বেশি। বর্তমান পরিস্থিতিতে সাকিবের বাংলাদেশের হয়ে আবার ক্রিকেট খেলার সম্ভাবনা দেখছেন না সদ্য নির্বাচিত বিসিবি পরিচালক আসিফ আকবর।
জুলাইয়ের রাজনৈতিক ঘটনার পর সাকিবের অবস্থান ও মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। আসিফ আকবর মনে করেন, সাকিব যদি অনুশোচনা না দেখান এবং বর্তমান মনোভাব বজায় থাকে, তাহলে জাতীয় দলে তার ফেরার কোনো সুযোগ নেই। ক্ষমা চেয়ে অনুতপ্ত হলে পরিস্থিতি বদলানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। যে অ্যাটিটিউডে এখন আছে, এতে আমি নিজেও চাইব না সে খেলুক। এটা হয় না। আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “যদি অনুশোচনা করেন, ক্ষমা চান—হ্যাঁ, আমার দল ভুল করেছে এবং আমি অনুতপ্ত—তাহলে ভিন্ন কিছু হতে পারে। সাকিবকে সেই আগের সাকিব আল হাসান হয়ে ফিরে আসতে হবে। বর্তমানে তার খেলার কোনো সম্ভাবনাই দেখি না।”
যদিও রাজনৈতিক ভূমিকার সাকিবকে কঠোর সমালোচনা করেন আসিফ, ক্রিকেটার সাকিবের প্রতি তার প্রশংসায় কোনো কমতি নেই। তিনি মনে করেন, বাংলাদেশ হয়তো শত বছরেও সাকিবের মতো প্রতিভাবান ক্রিকেটার পাবে না।
আসিফ আকবর বলেন, “ক্রিকেটার হিসেবে সাকিবই সেরা। সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটি ব্র্যান্ড—বাংলাদেশে ১০০ বছরেও এমন ক্রিকেটার আসবে না, আই রিপিট ইট এগেইন।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে