‘টেস্ট অব চেরি’ অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই।

ইরানের জনপ্রিয় অভিনেতা হোমায়ুন এরশাদি, মারা গেছেন। সোমবার (১১ নভেম্বর) তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএন। ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
‘টেস্ট অব চেরি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান এই গুণী অভিনেতা।

প্রখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামির পরিচালিত এই ছবিটি ১৯৯৭ সালে কানে স্বর্ণপাম পুরস্কার জিতেছিল। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন হোমায়ুন এরশাদি।

ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

চলচ্চিত্র জগতে তার অবদান ইরানি সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন শিল্পীরা।

Check Also

রুপালি পর্দায় নতুন রসায়ন: রবীন্দ্রনাথের ‘শাস্তি’তে প্রথমবার মুখোমুখি চঞ্চল–পরী

বাংলা সিনেমায় নতুন এক চমক নিয়ে আসতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’। এই সিনেমার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।