দুপুরে সংবাদ সম্মেলন ডাকলেন বিএনপি

আগামী জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা জানান, সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা আসতে পারে।

গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। এতে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

দলটির সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বক্তব্য আসতে পারে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।