মৌলভীবাজার প্রতিনিধি | ৯ নভেম্বর ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কৌশলে পলাতক মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৩৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে চারটায় সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসআই মো. শরাফত আলী, যিনি নারী বেশে বোরকা পরে অভিযানে অংশ নেন। তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সদস্য মো. রোকন উদ্দিন, যাকে তিনি নিজের “স্বামী” পরিচয় দেন। এই ছদ্মবেশেই তারা স্বপনের অবস্থান নির্ণয় করে তাকে হাতেনাতে আটক করেন।
পুলিশ জানায়, স্বপন দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেতেন। তাই এবার বিশেষ কৌশল নেওয়া হয়।
এএসআই শরাফত আলী বলেন,
“আসামি পুলিশ দেখলেই পালিয়ে যেত। তাই এবার কৌশল পরিবর্তন করি। আল্লাহর রহমতে সফল হয়েছি।”
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি আমিনুল ইসলাম) বলেন,
“অফিসারদের এই সাফল্য প্রশংসনীয়। অপরাধীরা যত বুদ্ধিই খাটাক না কেন, আইনের হাত থেকে বাঁচতে পারবে না। পুলিশের এই উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।”
এলাকাবাসীও পুলিশকে অভিনব এই অভিযানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বর্তমানে স্বপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে চলমান মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে