সৌদি আরবের অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ আরও সহজ করে দিচ্ছে এমন সুখবর দিয়েছে স্থানীয় প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে যারা অবৈধভাবে সৌদিতে অবস্থান করছেন, তারা এবার আগের মতো জেলখাটা বা বড় জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ পাবেন।
সৌদি সরকারের অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে ফেরার প্রক্রিয়া দ্রুত করার জন্য স্পেশাল কাউন্টার ও ফ্রি এক্সিট পদ্ধতি চালু থাকবে। এ ছাড়া অনলাইনে আবেদন করে দেশে ফেরার জন্য সময়ও দ্রুত বরাদ্দ দেওয়া হবে।
অনেকদিন ধরে অ্যানডকুমেন্টেড বা ভিসা মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছিল দেশে ফিরতে গেলে কি বড় জরিমানা দিতে হবে? কিংবা আইনগত ঝামেলা হবে কিনা? কিন্তু এই ঘোষণায় সেই ভয় কমছে।
যারা এখনই দেশে ফিরতে চান তারা আবাস প্ল্যাটফর্ম বা জাওয়াজাত অফিসের মাধ্যমে আবেদন করলেই চলবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার লাখো প্রবাসীর জন্য এটি বড় স্বস্তির খবর। কারণ বহুদিন ধরে নিষেধাজ্ঞা আর কাগজপত্র সমস্যায় তারা দেশে ফিরতে পারছিলেন না।
বিশেষজ্ঞদের মতে—এতে করে বিদেশে আটকে থাকা শ্রমিকরা নিরাপদে ও ঝামেলা ছাড়া নিজ দেশে ফিরে আসার সুযোগ পাবেন।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে