ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে চলা এই সংঘর্ষে গ্রামবাসীরা টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সূত্রপাত ঘটে যখন ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করা শিশু-কিশোররা খেলতে গিয়ে দক্ষিণ আরিফাইল গ্রামের মামুনকে মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষের গ্রামবাসী ধানক্ষেতে সংঘর্ষে জড়ান। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি ফিরেছে।

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।