ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানিয়েছে, শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন। দাবিগুলো হলো—

  • দশম গ্রেডে বেতন নিশ্চিত করা,
  • চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা নিরসন,
  • শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। তিনি জানান, এবার রাজপথে দাবি আদায় করেই শিক্ষকরা ঘরে ফিরবেন।

দেশে বর্তমানে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত।

গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করলেও সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন। আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ, এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও যোগ দেবেন।

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।