নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজারের জনগণের স্বার্থে দল তাঁকে মনোনয়ন দিয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আড়াইহাজার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আজাদ এ কথা বলেন। তিনি আরও বলেন, “ষড়যন্ত্রকারীদের কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে না। সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।”
আজাদ ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, “তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তিকামী মানুষের জন্য লড়াই করেছেন। তাঁর ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।”
তিনি আড়াইহাজারকে ডাকাতমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “উপজেলায় কয়েকটি গ্রামে ডাকাত রয়েছে। দল জয়ী হলে এসব গ্রাম পুনর্বাসন ও নিরাপদ করে তোলা হবে।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে