ইসলাম ধর্মে মৃত্যু হলো দুনিয়া থেকে পরকালের পথে যাত্রা। কোরআনে বলা হয়েছে—
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।”
(সুরা আলে ইমরান : ১৮৫)
মৃত্যুর পর জানাজা, দাফন, কাফনের নিয়ম পালন করা ইসলামী শরিয়তের অংশ। নবী করিম (সা.) বলেছেন,
“তোমরা মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করবে। যদি সে নেক ব্যক্তি হয়, তবে তাকে তোমরা তার কল্যাণের নিকটবর্তী করে দিলে; আর যদি অন্য কিছু হয়, তবে মন্দকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে দিলে।”
(বোখারি : ১৩১৫)
তবে অনেকের মনে প্রশ্ন জাগে—জানাজায় বেশি মুসল্লি অংশ নিলে কি মৃত ব্যক্তির জন্য দোয়া বেশি কবুল হয়? বিশেষত, যদি ১০০ জন মুসল্লি জানাজায় অংশ নেয়, তবে কি নিশ্চিতভাবে আল্লাহ সেই শাফায়াত কবুল করেন?
এ বিষয়ে সাহাবায়ে কেরাম থেকে নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায়। আয়েশা (রা.) থেকে বর্ণিত—
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কোনো মুসলিম মারা গেলে এবং তার জানাজায় একশ’ মুসলমান অংশগ্রহণ করে তার জন্য দোয়া ও শাফায়াত করে, তবে আল্লাহ তায়ালা সেই শাফায়াত কবুল করেন।”
(তিরমিজি : ১০২৯)
অন্য বর্ণনায় এসেছে—
“যদি চল্লিশজন এমন মুসলিম তার জানাজায় উপস্থিত হয়, যারা আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থির করে না, তবে আল্লাহ তার জন্য তাদের সুপারিশ কবুল করবেন।”
(মুসলিম : ৯৪৮)
অতএব, হাদিসের আলোকে বোঝা যায়—জানাজায় যত বেশি ঈমানদার মুসলমান উপস্থিত থেকে আন্তরিকভাবে দোয়া করবেন, তত বেশি সম্ভাবনা থাকে আল্লাহ সেই দোয়া কবুল করবেন।
এ বিষয়ে ইসলামি পণ্ডিতদের মত হলো—সংখ্যার ওপর নয়, বরং উপস্থিতদের নিষ্ঠা, ঈমান ও দোয়ার আন্তরিকতা-ই দোয়া কবুলের মূল বিষয়। তবে নবী করিম (সা.)-এর বাণী অনুযায়ী, ১০০ জন বা ততোধিক মুসল্লি জানাজায় অংশ নিয়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা প্রবল।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে