বিএনপি প্রতিহিংসা নয়, জনগণের রাজনীতিতে বিশ্বাসী: কফিল উদ্দিন


ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের নির্যাতন ও জুলুম সত্ত্বেও দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে অটল রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কফিল উদ্দিন।

তিনি বলেন,

“আমরা প্রতিশোধপরায়ণ নই। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেয়নি। মিথ্যা মামলা দিয়েছে, জুলুম-নির্যাতন করেছে। কিন্তু তাদের পতনের পরও আমরা কারো বাড়িঘর ভাঙচুর করিনি, কারো ওপর নির্যাতন চালাইনি।”

বিএনপির নীতি ও আদর্শের প্রসঙ্গে তিনি আরও বলেন,

“বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। প্রতিহিংসা নয়, আমরা বিশ্বাস করি গণতন্ত্র ও ন্যায়বিচারে।”

মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে কফিল উদ্দিন বলেন,

“আমি যদি এমপি হওয়ার সুযোগ পাই, এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনব। জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।”

স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।