আবারও আইনি জটিলতায় বলিউড সুপারস্টার সালমান খান

‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের অভিযোগে রাজস্থানের কোটার ভোক্তা আদালতে মামলা, শুনানি ২৭ নভেম্বর।

ভারত: বলিউড সুপারস্টার সালমান খান আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে রাজস্থানের কোটার ভোক্তা আদালতে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, রাজস্থান হাইকোর্টের আইনজীবী ও সিনিয়র বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, রাজশ্রী পান মসলা নামের একটি প্রতিষ্ঠান এবং তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সালমান খান তাদের পণ্যকে ‘জাফরান মিশ্রিত এলাচ’ ও ‘জাফরান মিশ্রিত পান মসলা’ হিসেবে প্রচার করছেন। আবেদনকারীর দাবি, বাজারে প্রতি কেজি জাফরান বা কেশরের দাম প্রায় ৪ লাখ রুপি, সেখানে মাত্র ৫ টাকায় বিক্রি হওয়া কোনো পণ্যে জাফরান থাকা অসম্ভব।

ইন্দর মোহন সিং হানি বলেন, “রাজশ্রী পান মসলা কোম্পানি ও এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর সালমান খান দাবি করছেন যে, পণ্যটিতে জাফরান রয়েছে এবং তারা তরুণদের এটি খাওয়ার প্রতি উৎসাহিত করছেন। সালমান খান অনেকের আদর্শ। আমরা এ নিয়ে কোটার ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, বিভ্রান্তিকর এই বিজ্ঞাপন তরুণদের পান মসলা সেবনে উৎসাহিত করছে, যা মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। হানি উল্লেখ করেন, “অন্য দেশের তারকারাও ঠান্ডা পানীয়ের প্রচার করে, কিন্তু আমাদের দেশের তারকারা তামাক ও পান মসলার প্রচারে যুক্ত হচ্ছেন। তরুণদের কাছে ভুল বার্তা না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।”

কোটার ভোক্তা আদালত অভিযোগটি আমলে নিয়ে সালমান খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এবং তার আনুষ্ঠানিক জবাব চেয়েছে। আগামী ২৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Check Also

রুপালি পর্দায় নতুন রসায়ন: রবীন্দ্রনাথের ‘শাস্তি’তে প্রথমবার মুখোমুখি চঞ্চল–পরী

বাংলা সিনেমায় নতুন এক চমক নিয়ে আসতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’। এই সিনেমার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।