রাজনীতির মাঠে নামলেন সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির টিকিটে লড়বেন ঢাকা-১৬ আসনে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। তিনি ঢাকা-১৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ক্রীড়া অঙ্গনের দুই পরিচিত মুখের নাম বিশেষভাবে আলোচিত—সাবেক অধিনায়ক আমিনুল হক ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যিনি ভোলা-৩ আসন থেকে প্রার্থী হয়েছেন।

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে আমিনুল হক একটি গৌরবময় নাম। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্সেই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়। সেই সাফল্যে তিনি হয়ে ওঠেন দেশের ক্রীড়া ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল হক। তিনি বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এবং বর্তমানে একই শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে নামার বিষয়ে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আমিনুল হক দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চান একটি “ইতিবাচক ও মূল্যবোধনির্ভর রাজনীতি” গড়ে তুলতে। তিনি বিশ্বাস করেন, খেলাধুলায় শেখা শৃঙ্খলা ও দলগত মানসিকতা রাজনীতিতেও সমানভাবে প্রয়োগ করা যায়।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।