হামাসের কাছে পাওয়া আরও তিন জিম্মির মরদেহ ইসরায়েলে ফেরত

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। গতকাল রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো আন্তর্জাতিক রেডক্রসের (ICRC) হাতে তুলে দেয় হামাস। পরে রেডক্রসের সদস্যরা মরদেহগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। এগুলো গাজায় অবস্থানরত প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।”

হামাসের সশস্ত্র শাখা জানায়, রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা ১৩ অক্টোবর থেকে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথমে হামাস ২০ জীবিত জিম্মিকে মুক্তি দেয়, এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তর শুরু করে।

যদি নতুন করে পাওয়া তিনজনের পরিচয় শনাক্ত হয়, তবে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা দাঁড়াবে ২০ জনে

গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় হামাসের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল বলে ইসরায়েল দাবি করেছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৭টি মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ১৫ জন ইসরায়েলি, একজন থাইল্যান্ডের এবং একজন নেপালের নাগরিক।

ইসরায়েলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহ ফেরত দিতে দেরি করছে। তবে হামাসের দাবি, “মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা থাকায় উদ্ধার অভিযানে সময় লাগছে।”

গাজার বিভিন্ন স্থানে এখনো ভারী সরঞ্জাম ব্যবহার করে জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে হামাস ও স্থানীয় উদ্ধারকর্মীরা।

Check Also

এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।