২৫ দিনের বন্ধুত্বের টানে মার্কিন নাগরিক নাটোরে

নিজস্ব প্রতিবেদক | নাটোর | প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫

বন্ধুত্বের টানে সাত সমুদ্র পাড়ি দিয়েছেন মার্কিন নাগরিক তেরি পারসন। নাটোরের গুরুদাসপুর উপজেলার এক রাজমিস্ত্রির ডাকে সাড়া দিয়ে তিনি বাংলাদেশে চলে এসেছেন। এমন বন্ধুত্ব দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তাকে এক নজর দেখতে ছুটে আসছেন উৎসুক জনতা।

গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের বাসিন্দা সেতু মোল্লা পেশায় ভ্যানচালক ও রাজমিস্ত্রি। প্রায় ২৫ দিন আগে তার একটি ভিডিওতে লাইক দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। এরপর শুরু হয় কথোপকথন এবং গড়ে ওঠে আন্তরিক বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানেই তেরি পারসন পাড়ি দেন হাজার হাজার মাইল দূরের বাংলাদেশে।

গত ২১ অক্টোবর ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্ধুকে রিসিভ করেন সেতু মোল্লা। এরপর তাকে নিয়ে নিজের গ্রামে ফেরেন এবং নিজ হাতে চালানো ব্যাটারিচালিত অটোরিকশায় পুরো গ্রাম ঘুরিয়ে দেখান বিদেশি অতিথিকে। তেরি পারসনের আগমনে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো গ্রাম; সবাই মিলে ছবি তোলেন, গল্প করেন, এবং অতিথিকে স্বাগত জানান।

তেরি পারসন জানান, এটি তার জীবনের সবচেয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় তিনি মুগ্ধ। স্থানীয় খাবারের মধ্যে মুরগির মাংস, চা ও কফি খেয়ে তিনি আনন্দিত। বিশেষ করে গ্রামের শিশুদের সঙ্গে সময় কাটাতে তিনি দারুণ উপভোগ করছেন।

তিনি বলেন, “এটা আমার জীবনের অন্যতম সেরা ভ্রমণ। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও সরল। আমেরিকায় জীবনযাপন ব্যয়বহুল ও যান্ত্রিক, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে—এটাই সবচেয়ে সুন্দর বিষয়।”

জানা গেছে, মার্কিন নাগরিক আরও ১১ দিন বাংলাদেশে থাকবেন। এরপর নিজ দেশে ফিরে যাবেন। তবে যাওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, ৬ মাস পর আবারও বাংলাদেশে ফিরে আসবেন এবং বন্ধুদের বলবেন, “বাংলাদেশ ভ্রমণের জন্য অসাধারণ একটি দেশ।”

বন্ধুত্বের টানে রাজমিস্ত্রির বাড়িতে আগমণ এই ঘটনা প্রমাণ করে, মনের টানই পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষকে ছুটে আনতে

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।